leadT1ad

তেলের ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা বলছে ‘প্রকাশ্য চুরি’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫৬
যুক্তরাষ্ট্রের তেলের ট্যাংকার আটককে প্রকাশ্য চুরি বলছে ভেনেজুয়েলা। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার উপকূল থেকে নিষিদ্ধ একটি তেলের ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। বধুবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এই খবর দিয়েছেন। এদিকে, ওয়াশিংটনের এই ট্যাংকার আটককে প্রকাশ্য চুরি বলে মন্তব্য করেছে কারাকাস।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার তেলের ট্যাংকার আটকের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ওয়াশিংটন-কারাকাসের মধ্যে উত্তেজনাও আরও বেড়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগে চাপ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প তেলের ট্যাংকার আটকের পর বুধবার বলেছেন, ভেনেজুয়েলার উপকূল থেকে আমরা একটি তেলের ট্যাংকার আটক করেছি। বড় ট্যাংকার, অনেক বড় ট্যাংকার, সর্বকালের সবচেয়ে বড় ট্যাংকার আসলে। আরও অনেক কিছু ঘটবে।

এদিকে, তেলের ট্যাংকার আটকের পর এক বিবৃতিতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে প্রকাশ্য চুরি বলে আখ্যায়িত করেছে।

ভেনেজুয়েলা সরকার বলেছে, তারা দৃঢ়তার সঙ্গে দেশের সার্বভৌমত্ব, প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় মর্যাদা রক্ষা করবে। দেশটি আন্তর্জাতিক সংস্থার কাছে তেলের ট্যাংকার আটকের এই ঘটনার নিন্দা জানাবে।

Ad 300x250

সম্পর্কিত