রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক’ ব্যানার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এরপরে হরতালও প্রত্যাহার করে ওই সংগঠনের নেতারা।
স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটিতে আন্দোলনের মুখে চতুর্থবারের মতো প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে এই ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।
চাকরি প্রত্যাশীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল শুক্রবারের (২১ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীন এই নিয়োগ পরীক্ষা চারবার স্থগিত হলো। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর নিয়োগ পরীক্ষাটি স্থগিত হয়েছে। এবার পরীক্ষার মাত্র একদিন আগে লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। এতে প্রায় ৭ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়া কথা ছিল।

এদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণার পর দুই দিনব্যাপী হরতাল স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা’ ব্যানারের নেতারা। এর আগে গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলা শহরে বনরূপায় একটি রেস্তোরাঁয় একটি সংবাদ সম্মেলন করে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেন তাঁরা। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই এবং শূন্যপদের সংখ্যাও পরিষ্কারভাবে জানানো হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুসারে নিয়োগ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দাবি করেন।
আজ সকালে শহরের বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের সামনে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের পক্ষে নো. নূরুল আলম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।’
অপরদিকে হরতাল প্রত্যাহারের আগে বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটি শহরের দোকানপাট বন্ধ দেখা যায়। দূরপাল্লার যানবাহনসহ নৌপথে কোনো লঞ্চ চলাচল করেনি। বাঘাইছড়ি উপজেলা ও শহরের বিভিন্ন স্থানে পিকেটারদের পিকেটিং করতে দেখা গেছে। হরতাল কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর এবং ৩০টি কার্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। এরমধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে।

রাঙামাটিতে আন্দোলনের মুখে চতুর্থবারের মতো প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে এই ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।
চাকরি প্রত্যাশীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল শুক্রবারের (২১ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীন এই নিয়োগ পরীক্ষা চারবার স্থগিত হলো। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর নিয়োগ পরীক্ষাটি স্থগিত হয়েছে। এবার পরীক্ষার মাত্র একদিন আগে লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। এতে প্রায় ৭ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়া কথা ছিল।

এদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণার পর দুই দিনব্যাপী হরতাল স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হরতাল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা’ ব্যানারের নেতারা। এর আগে গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলা শহরে বনরূপায় একটি রেস্তোরাঁয় একটি সংবাদ সম্মেলন করে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেন তাঁরা। এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই এবং শূন্যপদের সংখ্যাও পরিষ্কারভাবে জানানো হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুসারে নিয়োগ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দাবি করেন।
আজ সকালে শহরের বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের সামনে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের পক্ষে নো. নূরুল আলম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।’
অপরদিকে হরতাল প্রত্যাহারের আগে বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটি শহরের দোকানপাট বন্ধ দেখা যায়। দূরপাল্লার যানবাহনসহ নৌপথে কোনো লঞ্চ চলাচল করেনি। বাঘাইছড়ি উপজেলা ও শহরের বিভিন্ন স্থানে পিকেটারদের পিকেটিং করতে দেখা গেছে। হরতাল কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর এবং ৩০টি কার্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। এরমধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে
রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাজওয়ার রহমান অর্ক (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
২ ঘণ্টা আগে
পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত চার লাখ পাঁচ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
২ ঘণ্টা আগে