leadT1ad

তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ, যানজট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১: ১৩
রাজধানীর ফার্মগেট সড়কে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

সহপাঠী হত্যার বিচার দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) চার দিন পর হাসপাতালে মারা যান।

এ ঘটনার পর থেকে রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। আজও বিচারের দাবিতে তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

Ad 300x250

সম্পর্কিত