leadT1ad

দখলবাজি ও গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের ‘জাগরণী পদযাত্রা’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৯: ২১
জাগরণী পদযাত্রায় মামুনুল হক

খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পদযাত্রা চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তব্য দেন মামুনুল হক। পদযাত্রা মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে।

বক্তব্যে মামুনুল হক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি বলতে চাই—শহিদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে, তবে মন থেকে হ্যাঁ-ভোটের পক্ষে থাকুন। হ্যাঁ-ভোটের কথা বলবেন, আর ভেতরে ভেতরে না-ভোটের প্রচার করবেন—এ ধরনের মুনাফিকির রাজনীতি আর চলবে না।’

দখল বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘খাসজমি দখল করে ভূমিদস্যুরা ভোগ করবে, আর আমাদের আগামী প্রজন্মের সন্তানেরা খেলার মাঠ পাবে না—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইনশাআল্লাহ, এই দখলবাণিজ্য চলতে দেওয়া হবে না।’

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক আরও বলেন, ‘আপনাদের দলগুলো রিফরমেশন করুন। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে—সেসব চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে—এই দেশে আর গুন্ডামির রাজনীতি চলবে না।’

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী পদযাত্রা শেষে ঢাকা উদ্যানে এসে কর্মসূচি সমাপ্ত হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত