leadT1ad

চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এই আদেশ দেন। ৪ সপ্তাহের জন্য নির্বাচনটি স্থগিত করা হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৯ জানুয়ারি) এই আদেশ দেন। এর ফলে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় শাকসু নির্বাচন আপাতত বন্ধ হয়ে গেছে।

আদালত সূত্রে জানা গেছে, শাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী এই রিট আবেদনটি করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এই পরিস্থিতিতে শাকসু নির্বাচন আয়োজন ইসির ওই নির্দেশনার সাথে সাংঘর্ষিক।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের দেওয়া শাকসু নির্বাচনের অনুমোদন ও সংশ্লিষ্ট কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল প্রায় ২৮ বছর আগে। দীর্ঘ বিরতির পর এবার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হাইকোর্টের আদেশের ফলে নির্ধারিত দিনে আর ভোট হচ্ছে না।

আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের আদেশের কারণে আগামীকালের নির্বাচন স্থগিত থাকবে। পরবর্তী শুনানি ও আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের নতুন তারিখ নির্ধারিত হবে।

Ad 300x250

সম্পর্কিত