leadT1ad

আবু সাঈদ হত্যা: আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

দুই হাত প্রসারিত করে পুলিশের গুলির মুখে বুক পেতে দেন আবু সাঈদ। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাক্ষ্য দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাঁর সাক্ষ্য গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সকালের সেশনে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর তিনি সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াবেন।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এই মামলার সাক্ষ্য গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের সামনে দুহাত প্রসারিত করে তাঁর বুক পেতে দেওয়ার দৃশ্য এবং গুলিতে লুটিয়ে পড়ার ভিডিওটি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করে। এই নির্মম হত্যাকাণ্ডই তৎকালীন সরকারবিরোধী আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে প্রধান ভূমিকা পালন করে।

আবু সাঈদ হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। আজ হাসনাত আব্দুল্লাহর জবানবন্দি ও সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।

Ad 300x250

সম্পর্কিত