leadT1ad

রক্তদাতা ও অ্যাম্বুলেন্সের খোঁজ মিলবে ‘আপন’ অ্যাপে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১: ৫৫
‘আপন’ ওয়েব-অ্যাপের লোগো। সংগৃহীত ছবি

রক্তদাতার সঠিক অবস্থান, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের সব তথ্য এক ঠিকানায় মুহূর্তের মধ্যে খুঁজে পাওয়ার সমাধান এনেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রাহাত জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের সভাপতি। জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে এই অ্যাপটির নামকরণ করা হয়েছে ‘আপন’।

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাহাত জামান ওয়েবে অ্যাপটি উন্মুক্ত করেন। এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। রাহাত জামান জানান, অ্যাপটি অসংখ্য গ্রাহক ব্যবহার করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে জড়িত সংগঠনগুলোর কাছে এটি বিনামূল্যে হস্তান্তর করা হবে।

এ প্রসঙ্গে রাহাত জামান স্ট্রিমকে বলেন, ‘আমি চাই আমার দেশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজেই জরুরি সেবা পাক। অনেক সময় রক্তের অভাবে জীবনও ঝুঁকির মুখে পড়ে। এই সমস্যা সমাধানের জন্যই আমি “আপন” ওয়েব-অ্যাপটি তৈরি করেছি।’

যেভাবে কাজ করবে ‘আপন’

‘আপন’ একটি ম্যাপভিত্তিক স্বাস্থ্য পরিষেবা ওয়েব-অ্যাপ। আপন.হেল্প ওয়েবসাইটে লগইন করার মাধ্যমে যে কেউ সহজেই সদস্য হতে পারবেন। রক্তের প্রয়োজন হলে নির্দিষ্ট রক্তের গ্রুপ লিখে সার্চ করলেই নিকটবর্তী ম্যাচিং ও অ্যাভেইলবল (প্রাপ্য) রক্তদাতাদের বিস্তারিত তথ্য সঙ্গে সঙ্গে প্রদর্শিত হবে। এতে রক্তদাতার অবস্থান ও তিনি কত কিলোমিটার দূরে রয়েছেন, তাও জানা যাবে। ফলে সময়ের অপচয় কমবে এবং জরুরি মুহূর্তে দ্রুত ও কার্যকরভাবে রক্তের সন্ধান পাওয়া সম্ভব হবে।

অ্যাপটিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পূর্ণাঙ্গ তালিকা সংযুক্ত থাকবে। প্রয়োজন অনুযায়ী যেকোনো বিশেষজ্ঞের নাম বা বিভাগ সার্চ করলেই সংশ্লিষ্ট চিকিৎসকের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি চিকিৎসকদের রেটিং দেওয়ার সুবিধা থাকায় কোন ডাক্তার কতটা দক্ষ, সে সম্পর্কে ব্যবহারকারীরা স্পষ্ট ধারণা পাবেন। একই সঙ্গে এই অ্যাপের মাধ্যমে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সেবার তথ্যও পাওয়া যাবে। কত দূরত্বে অ্যাম্বুলেন্স অবস্থান করছে এবং সেই অনুযায়ী কত টাকা চার্জ প্রযোজ্য হবে—এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখাবে, যা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আব্দুল ওয়াদুদ সাকিব অ্যাপটি পরীক্ষা করে স্ট্রিমকে বলেন, ‘ওয়েব অ্যাপটির ইউজার ইন্টারফেস বেশ স্মুথ। ডেভেলপমেন্টও বেশ ভালো। জরুরি মুহূর্তে রক্ত খোঁজাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এরকম অ্যাপ জরুরি মুহূর্তে বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমার মনে হয় এটি সাধারণ মানুষের কল্যাণে আসবে।’

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব স্ট্রিমকে বলেন, ‘শাবিপ্রবি শাখা ছাত্রদল বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এবং তারা বেশ প্রশংসিত হয়েছে। ছাত্রদলের এ ধরনের উদ্যোগ সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে গ্রহণ করেছে, সাধুবাদ জানিয়েছে। সে কারণেই তারা প্রতিনিয়ত এ ধরনের কল্যাণকর কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে। আমরা প্রাউড ফিল করি, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল সম্পর্কে ইতিবাচক সাড়া দিচ্ছে। দেশের প্রতিটি ইউনিটে আমরা এই ধরনের কার্যক্রমকে এপ্রিশিয়েট করছি।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত