leadT1ad

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে: তথ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কথা বলছেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে এ বিষয়ে একটি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময়ের আয়োজন করে।

আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, 'বিষয়টা হচ্ছে, খেলাটা যদি খেলার জায়গায় রাখতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।'

উপদেষ্টা বলেন, 'অন্যান্য সময় আমরা কী বলি? দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টানাপোড়েন থাকেও—যে কোনো দুইটি দেশের মধ্যে—সাংস্কৃতিক বিনিময়, খেলাধুলার মাধ্যমে সেই টানাপোড়েন কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটি করা হয়েছে।'

তিনি বলেন, 'বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে—যেটা আমরা পত্র-পত্রিকায় দেখেছি—বলা হচ্ছে, তাকে নেওয়া হবে না। এ ধরনের সিদ্ধান্তে আমাদের দেশের জনগণের মনে আঘাত লাগে এবং স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়।'

তিনি আরও বলেন, 'এ ধরনের পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি আমরা পর্যালোচনা করছি এবং প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে একটি পদক্ষেপ গ্রহণ করবো।'

রিজওয়ানা হাসান বলেন, 'এখানে আমার জন্য একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যার বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'কোন যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে? যদি খেলোয়াড়ি কোনো যুক্তিতে বাদ দেওয়া হতো, তাহলে সেটি ভিন্ন বিষয় ছিল। কিন্তু যে যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে, তা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে আমাদের একটি প্রতিক্রিয়া জানাতে হচ্ছে।'

Ad 300x250

সম্পর্কিত