leadT1ad

ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বেরোবি প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩১
অধ্যাপক ড. মো. শাহ্জামান । ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান ফের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ। রেজিস্ট্রার বলেন, ‘ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি।’

পদত্যাগপত্রে শাহ্জামান উল্লেখ করেন, গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৭তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে তিনি ২৫ নভেম্বর অব্যাহতি চেয়েছিলেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। পরে কর্তৃপক্ষের অনুরোধে তিনি ৩০ নভেম্বর থেকে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন।

তিনি আরও লিখেছেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে কমিশন তিন দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এবং দু’বার তফসিল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বারবার তফসিল পরিবর্তনকে তিনি ‘শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও প্রহসন’ বলে উল্লেখ করেন। পাশাপাশি নির্বাচনের তারিখ, ডোপ টেস্ট এবং শীতকালীন ছুটি ঘিরে বিভিন্ন পক্ষের বিরোধ ও কমিশনের প্রতি অশালীন আচরণ—এসবই নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বড় অন্তরায় বলে উল্লেখ করেন তিনি। তাই প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, প্রথম তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের কথা ছিল। পরে ২০ নভেম্বর তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তৃতীয়বার ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় সংশোধন করে নতুন তফসিল প্রকাশ করা হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর আবারও ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল ঘোষণা করে কমিশন।

Ad 300x250

সম্পর্কিত