leadT1ad

ঊর্মিলা শ্রাবন্তী করসহ তিনজনের সম্পদের হিসাব চাইল দুদক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২৩: ৫১
দুদক অফিস। ছবি: সংগৃহীত

এনফোর্সমেন্ট অভিযানের তথ্যের ভিত্তিতে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করসহ মিডিয়া জগতের তিন ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ জানুয়ারি) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযানে প্রাপ্ত তথ্য বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেত্রী ঊর্মিলা ছাড়াও আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের সহ-প্রতিষ্ঠাতা। সৈয়দ গাউসুল আলম বর্তমানে বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত। তালিকার তৃতীয় ব্যক্তি ঊর্মিলা শ্রাবন্তী করের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার, আয় গোপন এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানে বিভিন্ন নথিপত্র যাচাই ও কর্মকর্তাদের বক্তব্য গ্রহণের পর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হয়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই কমিশন এই তিন ব্যক্তি ও তাঁদের ওপর নির্ভরশীলদের যাবতীয় সম্পদ ও দায়-দেনার হিসাব চাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত