স্ট্রিম প্রতিবেদক

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বা ‘আয়নাঘরে’ গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (২৮ জানুয়ারি) দ্বিতীয় সাক্ষী সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে তিনি আদালতকে জানিয়েছেন, আয়নাঘর নিয়ে কথা বলার কারণে তাঁর বিরুদ্ধে তৎকালীন সরকার ৫০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে মামলা করেছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গতকাল দীর্ঘ জবানবন্দি শেষে হাসিনুর রহমানকে জেরার প্রক্রিয়া শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন। তবে জেরা সম্পন্ন না হওয়ায় ট্রাইব্যুনাল মুলতবি করে আজকের দিন ধার্য করেন। আজ প্রথমে আইনজীবী আজিজুর রহমান দুলুর তাঁকে জেরা করার কথা রয়েছে, পরে একে একে আসামিপক্ষের অন্য আইনজীবীরাও তাঁকে জেরা করবেন।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ট্রাইব্যুনালের সামনে দেওয়া জবানবন্দিতে গুমের শিকার সাবেক এই সেনা কর্মকর্তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআইয়ের সম্পর্কের স্বরূপ তুলে ধরেন। হাসিনুর রহমান বলেন, ‘আটকের সময় কর্মকর্তারা তাঁকে বলেছিলেন, আপনি আমাদের সহযোগিতা করলে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) অনুমতি সাপেক্ষে আপনার ছাড়ার ব্যবস্থা করব।’
তবে মুক্তির জন্য তাঁকে কিছু কঠোর শর্ত দেওয়া হয়েছিল। জবানবন্দিতে তিনি বলেন, ‘তারা শর্ত দেয় যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ডিজিএফআই ও ইন্ডিয়া সম্পর্কে কিছু বলা যাবে না।‘ এই শর্ত ভঙ্গ করলে তাঁকে হত্যা করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছিল।
সাক্ষ্য প্রদানকালে হাসিনুর রহমান জানান, ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা বা আয়নাঘর নিয়ে মুখ খোলায় তাঁকে হয়রানি করা হয়। তিনি বলেন, ‘আয়নাঘর বলাতে সরকারের ৫০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে আমার বিরুদ্ধে একটি মামলা করা হয়।’ এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে বিভিন্ন জেলায় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দিয়ে তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা করানো হয় বলেও তিনি আদালতকে জানান।
তিনি আরও উল্লেখ করেন, আয়নাঘরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীর বন্দি থাকার বিষয়টি তিনি তাঁর বড় ভাই, মানবাধিকার সংগঠন অধিকার, আইন ও সালিশ কেন্দ্র (আসক), নেত্র নিউজ ও আল জাজিরাকে অবহিত করেছিলেন। নেত্র নিউজের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হলে তাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো ডিওএইচএস এলাকা থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয় এবং তাঁর বাসার সামনে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বসানো হয়।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আয়নাঘর পরিদর্শনের অভিজ্ঞতার কথাও জবানবন্দিতে তুলে ধরেন হাসিনুর রহমান। তিনি আদালতকে বলেন, পরিদর্শনকালে দেখি আয়নাঘরের অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে। রক্তমাখা দেয়াল থেকে রক্ত মুছে ফেলা হয়েছে।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। আজ শুনানিকালে গ্রেপ্তার থাকা তিন আসামিকে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এছাড়া মামলার পলাতক ১০ আসামির মধ্যে পাঁচ জনই বিভিন্ন মেয়াদে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রসিকিউশন ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ২৬ জনকে গুমের ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছে।

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বা ‘আয়নাঘরে’ গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (২৮ জানুয়ারি) দ্বিতীয় সাক্ষী সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে তিনি আদালতকে জানিয়েছেন, আয়নাঘর নিয়ে কথা বলার কারণে তাঁর বিরুদ্ধে তৎকালীন সরকার ৫০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে মামলা করেছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গতকাল দীর্ঘ জবানবন্দি শেষে হাসিনুর রহমানকে জেরার প্রক্রিয়া শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন। তবে জেরা সম্পন্ন না হওয়ায় ট্রাইব্যুনাল মুলতবি করে আজকের দিন ধার্য করেন। আজ প্রথমে আইনজীবী আজিজুর রহমান দুলুর তাঁকে জেরা করার কথা রয়েছে, পরে একে একে আসামিপক্ষের অন্য আইনজীবীরাও তাঁকে জেরা করবেন।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ট্রাইব্যুনালের সামনে দেওয়া জবানবন্দিতে গুমের শিকার সাবেক এই সেনা কর্মকর্তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআইয়ের সম্পর্কের স্বরূপ তুলে ধরেন। হাসিনুর রহমান বলেন, ‘আটকের সময় কর্মকর্তারা তাঁকে বলেছিলেন, আপনি আমাদের সহযোগিতা করলে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) অনুমতি সাপেক্ষে আপনার ছাড়ার ব্যবস্থা করব।’
তবে মুক্তির জন্য তাঁকে কিছু কঠোর শর্ত দেওয়া হয়েছিল। জবানবন্দিতে তিনি বলেন, ‘তারা শর্ত দেয় যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ডিজিএফআই ও ইন্ডিয়া সম্পর্কে কিছু বলা যাবে না।‘ এই শর্ত ভঙ্গ করলে তাঁকে হত্যা করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছিল।
সাক্ষ্য প্রদানকালে হাসিনুর রহমান জানান, ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা বা আয়নাঘর নিয়ে মুখ খোলায় তাঁকে হয়রানি করা হয়। তিনি বলেন, ‘আয়নাঘর বলাতে সরকারের ৫০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে আমার বিরুদ্ধে একটি মামলা করা হয়।’ এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে বিভিন্ন জেলায় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দিয়ে তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা করানো হয় বলেও তিনি আদালতকে জানান।
তিনি আরও উল্লেখ করেন, আয়নাঘরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমীর বন্দি থাকার বিষয়টি তিনি তাঁর বড় ভাই, মানবাধিকার সংগঠন অধিকার, আইন ও সালিশ কেন্দ্র (আসক), নেত্র নিউজ ও আল জাজিরাকে অবহিত করেছিলেন। নেত্র নিউজের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হলে তাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো ডিওএইচএস এলাকা থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয় এবং তাঁর বাসার সামনে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বসানো হয়।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আয়নাঘর পরিদর্শনের অভিজ্ঞতার কথাও জবানবন্দিতে তুলে ধরেন হাসিনুর রহমান। তিনি আদালতকে বলেন, পরিদর্শনকালে দেখি আয়নাঘরের অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে। রক্তমাখা দেয়াল থেকে রক্ত মুছে ফেলা হয়েছে।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। আজ শুনানিকালে গ্রেপ্তার থাকা তিন আসামিকে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এছাড়া মামলার পলাতক ১০ আসামির মধ্যে পাঁচ জনই বিভিন্ন মেয়াদে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রসিকিউশন ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ২৬ জনকে গুমের ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছে।

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।
৪ ঘণ্টা আগে