স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহতের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হত্যায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সন্ধ্যায় স্ট্রিমকে জানিয়েছেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে নিহত জাহিদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছি। ভোর থেকেই তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে জাহিদ খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছি। তাদের বিষয়ে আরও নিশ্চিত হয়ে বিস্তারিত জানাতে পারব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। আমরা ছায়া তদন্ত করছি। জেনেভা ক্যাম্পের বিস্ফোরক দ্রব্য কোথা থেকে, কাদের মাধ্যমে আনা হয়েছে, কারা বোমা তৈরি করছে এবং এসব বোমার ব্যবহারকারীসহ ক্যাম্পকেন্দ্রিক সকল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি ককটেল বিস্ফোরণে জাহিদ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুরে আরও ১৩ জন গ্রেপ্তার
এদিকে, মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (২২ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহতের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হত্যায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সন্ধ্যায় স্ট্রিমকে জানিয়েছেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে নিহত জাহিদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছি। ভোর থেকেই তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে জাহিদ খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছি। তাদের বিষয়ে আরও নিশ্চিত হয়ে বিস্তারিত জানাতে পারব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। আমরা ছায়া তদন্ত করছি। জেনেভা ক্যাম্পের বিস্ফোরক দ্রব্য কোথা থেকে, কাদের মাধ্যমে আনা হয়েছে, কারা বোমা তৈরি করছে এবং এসব বোমার ব্যবহারকারীসহ ক্যাম্পকেন্দ্রিক সকল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি ককটেল বিস্ফোরণে জাহিদ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুরে আরও ১৩ জন গ্রেপ্তার
এদিকে, মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (২২ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে
স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
১২ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
১৩ ঘণ্টা আগে