leadT1ad

হাটে হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু, আহত দুই

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিরাজগঞ্জ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪: ১২
সিরাজগঞ্জের শালুয়াভিটা হাটে ভেঙে পড়া বেসিন দেখছে জনতা। সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে হাটে হাত ধোয়ার জন্য তৈরি ইটের বেসিন ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই শিশু। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের রাত ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে। আহতদের জেলার ৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতেরা হলো সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে ছেলে রায়হান (৪) ও একই গ্রামের সজীব শেখের দেড় বছরের মেয়ে সুমি। আহত দুজনের মধ্যে শিশু আবির উপজেলার চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের ছেলে ও অপরজন একই গ্রামের সামিদুলের শিশুকন্যা সানজিদা।

এর আগে করোনাকালে উপজেলার শালুয়াভিটা হাটে ক্রেতাদের হাত ধোয়ার জন্য ইটের তৈরি ওই বেসিন নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে করোনার পর থেকেই তা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে হাটের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। হতাহতের ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, রবিবার বিকেলে উপজেলার শালুয়াভিটা হাটের ইটের বেসিনের ওপরে উঠে খেলা করছিল চার শিশু। হঠাৎ বেসিনটি ধসে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করা হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শিমুল তালুকদার স্ট্রিমকে বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই দুই শিশুর মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শৈলাবাড়ি গ্রামে বাসিন্দা ও নিহত সুমির প্রতিবেশী হেলাল শেখ বলেন, ‘মৃত দুই শিশুর পরিবার অত্যন্ত গরীব। রবিবার রাতে জেলা প্রশাসনের লোকজন এসেছিল তাদের বাড়ি। তারা কিছু টাকা দিয়ে যায়। তারপর রাত ১০টার দিকে দুই শিশুকে দাফন করা হয়েছে।’

বেসিন ধসে পড়া সম্পর্কে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, ‘শালুয়াভিটা হাটের মধ্যে একটি ঘরের সাথে করোনাকালে হাত ধোয়ার জন্য একটি বেসিন নির্মাণ করা হয়েছিল। হাট কমিটি ঘরটি ভেঙে ফললে বেসিনটি অরক্ষিত হয়ে পড়ে। বৃষ্টির পানি পড়ে নিচে গর্ত হয়ে যায়। এ কারণে ধসে পড়েছে। বিষয়টি আমাদের কেউ জানায়নি।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সোমবার (২৬ জানুয়ারি) স্ট্রিমকে বলেন, ‘দুই শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতদের রাতেই দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এখনো। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত