leadT1ad

রাষ্ট্রীয় কোষাগারে ১৮০৪ কোটি টাকা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বছর সরকারি কোষাগারে ১ হাজার ৮০৪ কোটি টাকা জমা দিয়েছে। এর মধ্যে ভ্যাট বাবদ ৮০৯ কোটি এবং ট্যাক্স বাবদ ৭৯৫ কোটি টাকা দিয়েছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনকে এককালীন ২০০ কোটি টাকা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত ৫ বছরে বন্দরের রাজস্ব আয়ের গড় প্রবৃদ্ধি ১৩.০৮ শতাংশ। এ সময়ে রাজস্ব উদ্বৃত্তের গড় প্রবৃদ্ধির হার ১৮.৪২ শতাংশ। অন্যদিকে রাজস্ব ব্যয়ের গড় বৃদ্ধির হার ৭.৫৯ শতাংশ।

কর্তৃপক্ষ জানায়, সেবার মান অক্ষুণ্ণ রেখে রাজস্ব আয় বৃদ্ধি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা চলছে। এর ফলে রাজস্ব ব্যয়ের নিম্নমুখী ধারা বজায় রাখা সম্ভব হয়েছে। জাতীয় উন্নয়নে বন্দর আরও কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত