স্ট্রিম ডেস্ক

তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেছে বিবিসি। প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা বিএনপির জন্য বড় রাজনৈতিক শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই প্রত্যাবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে বিবিসি। প্রতিবেদনে ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রশংসা বা সমালোচনার পরিবর্তে ঘটনার সময়কাল, জনসমর্থন এবং রাজনৈতিক প্রভাবের দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
বিবিসি তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে এগিয়ে থাকা ‘শীর্ষ দাবিদার’ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে তাঁকে প্রভাবশালী জিয়া পরিবারের প্রধান মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এই নির্বাচনকে ‘নির্ধারণী’, ‘গুরুত্বপূর্ণ’ এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে তারেক রহমানের প্রতি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার কথাও তুলে ধরা হয়েছে। ঢাকায় তাঁর আগমনের সময় বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তির ইঙ্গিত দেয় বলে বিবিসি মনে করছে। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি যে নতুন গতি পেয়েছে, এই সমাবেশ তারই প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে।
বিবিসি তারেক রহমানের নির্বাসনের প্রেক্ষাপটও সংক্ষেপে ব্যাখ্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সাল থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা হয়েছিল। তবে সরকার পতনের পর তিনি এসব মামলায় খালাস পান। এর ফলে তাঁর দেশে ফেরার আইনি বাধা দূর হয়। বিবিসি পুরোনো অভিযোগগুলোর বিশদ আলোচনায় না গিয়ে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার দিকেই নজর দিয়েছে।
প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন। তাঁর দল আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতির বিপরীতে বিএনপির পুনরুত্থানকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে, জিয়া ও হাসিনা পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। এই প্রেক্ষিতে তারেক রহমানের প্রত্যাবর্তনকে একটি ভঙ্গুর কিন্তু পরিবর্তনশীল গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনীতির পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে দেখা হয়েছে।
সার্বিকভাবে বিবিসি তারেক রহমানের দেশে ফেরাকে বহুদলীয় রাজনীতিতে ফেরার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপিকে সবচেয়ে এগিয়ে থাকা দল হিসেবে উপস্থাপন করেছে। এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে চলমান অনিশ্চয়তা ও সম্ভাবনাকে একসঙ্গে তুলে ধরে।

তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেছে বিবিসি। প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা বিএনপির জন্য বড় রাজনৈতিক শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই প্রত্যাবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে বিবিসি। প্রতিবেদনে ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রশংসা বা সমালোচনার পরিবর্তে ঘটনার সময়কাল, জনসমর্থন এবং রাজনৈতিক প্রভাবের দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
বিবিসি তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে এগিয়ে থাকা ‘শীর্ষ দাবিদার’ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে তাঁকে প্রভাবশালী জিয়া পরিবারের প্রধান মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এই নির্বাচনকে ‘নির্ধারণী’, ‘গুরুত্বপূর্ণ’ এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে তারেক রহমানের প্রতি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার কথাও তুলে ধরা হয়েছে। ঢাকায় তাঁর আগমনের সময় বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তির ইঙ্গিত দেয় বলে বিবিসি মনে করছে। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি যে নতুন গতি পেয়েছে, এই সমাবেশ তারই প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে।
বিবিসি তারেক রহমানের নির্বাসনের প্রেক্ষাপটও সংক্ষেপে ব্যাখ্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সাল থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা হয়েছিল। তবে সরকার পতনের পর তিনি এসব মামলায় খালাস পান। এর ফলে তাঁর দেশে ফেরার আইনি বাধা দূর হয়। বিবিসি পুরোনো অভিযোগগুলোর বিশদ আলোচনায় না গিয়ে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার দিকেই নজর দিয়েছে।
প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন। তাঁর দল আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতির বিপরীতে বিএনপির পুনরুত্থানকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে, জিয়া ও হাসিনা পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। এই প্রেক্ষিতে তারেক রহমানের প্রত্যাবর্তনকে একটি ভঙ্গুর কিন্তু পরিবর্তনশীল গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনীতির পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে দেখা হয়েছে।
সার্বিকভাবে বিবিসি তারেক রহমানের দেশে ফেরাকে বহুদলীয় রাজনীতিতে ফেরার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপিকে সবচেয়ে এগিয়ে থাকা দল হিসেবে উপস্থাপন করেছে। এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে চলমান অনিশ্চয়তা ও সম্ভাবনাকে একসঙ্গে তুলে ধরে।

পুলিশের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং জনগণের সঙ্গে মিথস্ক্রিয়া বাড়িয়ে পারস্পরিক বিশ্বাস অর্জনই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য তিনি সবার কাছে প্রতিশ্রুতি ও সহযোগিতা চেয়েছেন।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসার একটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রামে স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। এর কয়েকঘণ্টা পর হরিণটি সুন্দরবানে অবমুক্ত করা হয়।
৪০ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে
শুভ বড়দিন উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের ঐতিহাসিক পবিত্র জপমালা রাণী গির্জা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য গির্জা প্রাঙ্গণ উন্মুক্ত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে