leadT1ad

শুনানির ষষ্ঠ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬০ জন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০৪টি আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) এ রায় দেয়।

শুনানিতে ২৯ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৫টি আপিলও খারিজ করে দিয়েছে কমিশন। সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে ১০টি আবেদন। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ৪৮১ থেকে ৫১০ নম্বর ক্রমিকের আপিল শুনানি হবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। বাছাই পর্বে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Ad 300x250

সম্পর্কিত