leadT1ad

এবার খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

গুলিবিদ্ধ এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মোতালেবের বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানার পল্লীমঙ্গল স্কুল এলাকায়।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু তাঁর ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে।

মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা এখন ‘অনেকটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, ‘মোতালেবের মাথার বাম পাশে গুলি লেগেছে। সার্জারি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা হয়েছে। তিনি কিছুটা কথা বলতে পারছেন।’

এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদারকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।

খুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদারকে। ছবি: সংগৃহীত
খুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদারকে। ছবি: সংগৃহীত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরীর সোনভাঙ্গা এলাকায় আল-আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর মুক্তা হাউস নামে ভবনের ভেতরে মোতালেবকে গুলি করা হয়। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। গুলি তাঁর মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। প্রচুর রক্তক্ষরণ হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এখনো তারা কাউকে আটক করতে পারেননি। তবে ঘটনার তদন্ত চলছে।

এদিকে, এ ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ঘটনার সঙ্গে জড়িতরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতালেব শিকদারের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Ad 300x250

সম্পর্কিত