leadT1ad

সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে ‘ধূম্রজাল’: পরিবারের আবেদন না করার দাবি মন্ত্রণালয়ের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্ট্রিম গ্রাফিক

যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতি বন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় তাঁর প্যারোলে মুক্তি নিয়ে সৃষ্ট ধূম্রজালের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করা হয়নি।

আজ রোববার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন জমা দেওয়া হয়নি।

এতে আরও বলা হয়, সাদ্দামের পরিবারের মৌখিক ইচ্ছা অনুযায়ী জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে’ মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত