leadT1ad

টেকনাফে জেটি ঘাটের অদূরে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৩
স্ট্রিম গ্রাফিক

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে যাওয়ার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবিতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটের অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। এ সময় স্পিডবোটে চালকসহ আটজন আরোহী ছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সেন্টমার্টিন ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তাঁর শিশুকন্যা মাহিমা আক্তার। তাঁরা চিকিৎসার জন্য টেকনাফ যাচ্ছিলেন। আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর এ সব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও জেলেরা গিয়ে স্পিডবোটের আট যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক এক মা ও তাঁর মেয়েকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সেন্ট মার্টিন থেকে টেকনাফের দূরত্ব ৩৪ কিলোমিটার। এই নৌপথে অন্তত অর্ধশত স্পিডবোট যাত্রী পরিবহন করে। অনেক স্পিডবোটই বেশ পুরোনো। ছোট আকৃতির স্পিডবোটে ঝুঁকিপূর্ণ ভরাট নিয়েও চলাচল করে। তাদের অধিকাংশের লাইসেন্স নেই।

ওসি নাজমুন নূর বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মা-মেয়ের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত