leadT1ad

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২০: ০০
চট্টগ্রাম বন্দরের একটি চিত্র। ছবি: সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমভি ক্লিপার ইসাডোরা’। সোমবার (১৯ জানুয়ারি) সরকারি পর্যায়ে (জি-টু-জি) ক্রয় চুক্তির আওতায় এই চালান দেশে আসে। খাদ্য মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, জি-টু-জি-০২ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হচ্ছে। এটি সেই চুক্তির দ্বিতীয় চালান। আমদানিকৃত গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এর আগে এই চুক্তির প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছিল। এছাড়া আগের জি-টু-জি-০১ চুক্তির আওতায় ইতিমধ্যে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।

বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ চলছে। পরীক্ষা শেষ হলেই দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Ad 300x250

সম্পর্কিত