স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকায় তীব্র শীতের মধ্যে এক নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশান থানার নদ্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা’লীম আল ইসলামী নামের মাদ্রাসার সামনে ওই নারীকে হেনস্তা করা হয়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মধ্য বয়স্ক এক নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাঁকে ঘিরে উল্লাস করছেন কয়েকজন। এক পর্যায়ে তারা ওই নারীর শরীরে পানি ঢেলে দেন। তীব্র শীতে ওই নারী জবুথবু হয়ে পড়েন।
মারকাজুত তা’লীম আল ইসলামী মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সকালে মাদ্রাসা ভবনে চুরি করতে এসে ধরা পড়েন ওই নারী। পরে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গুলশান থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান স্ট্রিমকে বলেন, এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ আমরা পাইনি। তবে শনিবার সন্ধ্যায় বিষয়টি নজরে আসার পর ভিডিও দেখে মারকাযুত তা’লীম মাদ্রাসার পাঁচ শিক্ষক-শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছি।
তিনি বলেন, হেফজতে থাকা ব্যক্তিরা জানিয়েছেন– নদ্দার মোড়েলবাড়ি মাদ্রাসার তিনতলায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই নারী। এমন সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন– ‘আমাকে ধরবেন না। আমি নাপাক।’ পরে চুরি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওই নারীর গায়ে পানি ঢেলে দেন বলে হেফাজতে থাকা ব্যক্তিরা স্বীকার করেছেন।

রাজধানীর গুলশান এলাকায় তীব্র শীতের মধ্যে এক নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশান থানার নদ্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা’লীম আল ইসলামী নামের মাদ্রাসার সামনে ওই নারীকে হেনস্তা করা হয়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মধ্য বয়স্ক এক নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাঁকে ঘিরে উল্লাস করছেন কয়েকজন। এক পর্যায়ে তারা ওই নারীর শরীরে পানি ঢেলে দেন। তীব্র শীতে ওই নারী জবুথবু হয়ে পড়েন।
মারকাজুত তা’লীম আল ইসলামী মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সকালে মাদ্রাসা ভবনে চুরি করতে এসে ধরা পড়েন ওই নারী। পরে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গুলশান থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান স্ট্রিমকে বলেন, এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ আমরা পাইনি। তবে শনিবার সন্ধ্যায় বিষয়টি নজরে আসার পর ভিডিও দেখে মারকাযুত তা’লীম মাদ্রাসার পাঁচ শিক্ষক-শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছি।
তিনি বলেন, হেফজতে থাকা ব্যক্তিরা জানিয়েছেন– নদ্দার মোড়েলবাড়ি মাদ্রাসার তিনতলায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই নারী। এমন সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন– ‘আমাকে ধরবেন না। আমি নাপাক।’ পরে চুরি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওই নারীর গায়ে পানি ঢেলে দেন বলে হেফাজতে থাকা ব্যক্তিরা স্বীকার করেছেন।

দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
১ ঘণ্টা আগে
দেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পর্যাপ্ত মজুত রয়েছে। তবে খুচরা বিক্রেতাদের একটি অংশ বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
সংবেদনশীল তথ্যের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি কমাতে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৪ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।
১২ ঘণ্টা আগে
ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে ভুয়া নথিপত্র তৈরি করে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ব্যাংকের মালিকানায় থাকা সিকদার পরিবারের চার সদস্য ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনকে আসামি করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে