স্ট্রিম সংবাদদাতা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন করার পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ছয়জনের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তাঁর সন্তান মো. সাব্বির শেখকে নিজ দেশে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁদের ভারতে পাঠানো হয়। তবে গ্রেপ্তার অপর চারজনকে গ্রহণ করেনি বিএসএফ। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেরত যাওয়া সোনালী খাতুন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের বাসিন্দা দানিশ শেখের স্ত্রী। তবে ফেরত না নেওয়া সোনালীর স্বামী দানিশ শেখসহ একই এলাকার চারজন এখন চাঁপাইনবাবগঞ্জে তাঁদের জিম্মাদারের বাড়িতে থাকবেন।
গত সোমবার (১ ডিসেম্বর) সোনালী খাতুনসহ ৪ ভারতীয় নাগরিককে জামিন দেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালত। এর আগে চলতি বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে সোনালীসহ ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ।
বিজিবি অধিনায়ক বলেন, অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে পুশ-ইন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে আসে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের। এরপর নিবিড় যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উভয় দেশের সম্মতিতে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হলো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার ও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজসহ অন্যরা।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন ও তাঁর ৮ বছরের সন্তান মো. সাব্বির শেখকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রতিশ্রুতি দিলেও সোনালী খাতুনের স্বামী দানিশ শেখসহ (২৮) একই এলাকার সুইটি বিবি (৩৩) ও তাঁর দুই সন্তান মো. কুরবান দেওয়ান (১৬) ও মো. ইমাম দেওয়ানকে (৬) গ্রহণ করেনি তারা। দুজনকে নিয়ে যাওয়ার পর বিএসএফ জানায়, কিছুক্ষণের মধ্যেই বাকি চারজনকে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করলেও বিএসএফ কর্মকর্তারা বাকিদের ফিরিয়ে নিতে আসেননি।
আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় সন্তান প্রসব করতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকি আরও তিনজনকে জামিন দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তাঁর জিম্মাদার হয়েছেন। তিনি সোনালীর আত্মীয়।
রাজশাহী পুলিশ ও বিজিবি জানায়, ছয় ভারতীয় নাগরিককে কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে চাঁপাইনবাবগঞ্জে তাঁদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দুজন কোলের শিশু হওয়ায় তাদের মামলায় আসামি করা হয়নি। সে সময় ঘটনাটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারের পর দেশটিতে আলোচনার জন্ম দেয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবার সেই দেশের আদালতে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ২৬ সেপ্টেম্বর ৬ ভারতীয় নাগরিককে ফেরাতে ৪ সপ্তাহের সময় বেঁধে দেয়। এর ধারাবাহিকতায় দুজনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন করার পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ছয়জনের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তাঁর সন্তান মো. সাব্বির শেখকে নিজ দেশে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁদের ভারতে পাঠানো হয়। তবে গ্রেপ্তার অপর চারজনকে গ্রহণ করেনি বিএসএফ। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেরত যাওয়া সোনালী খাতুন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের বাসিন্দা দানিশ শেখের স্ত্রী। তবে ফেরত না নেওয়া সোনালীর স্বামী দানিশ শেখসহ একই এলাকার চারজন এখন চাঁপাইনবাবগঞ্জে তাঁদের জিম্মাদারের বাড়িতে থাকবেন।
গত সোমবার (১ ডিসেম্বর) সোনালী খাতুনসহ ৪ ভারতীয় নাগরিককে জামিন দেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালত। এর আগে চলতি বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে সোনালীসহ ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ।
বিজিবি অধিনায়ক বলেন, অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে পুশ-ইন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে আসে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের। এরপর নিবিড় যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উভয় দেশের সম্মতিতে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হলো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার ও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজসহ অন্যরা।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন ও তাঁর ৮ বছরের সন্তান মো. সাব্বির শেখকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রতিশ্রুতি দিলেও সোনালী খাতুনের স্বামী দানিশ শেখসহ (২৮) একই এলাকার সুইটি বিবি (৩৩) ও তাঁর দুই সন্তান মো. কুরবান দেওয়ান (১৬) ও মো. ইমাম দেওয়ানকে (৬) গ্রহণ করেনি তারা। দুজনকে নিয়ে যাওয়ার পর বিএসএফ জানায়, কিছুক্ষণের মধ্যেই বাকি চারজনকে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করলেও বিএসএফ কর্মকর্তারা বাকিদের ফিরিয়ে নিতে আসেননি।
আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় সন্তান প্রসব করতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকি আরও তিনজনকে জামিন দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তাঁর জিম্মাদার হয়েছেন। তিনি সোনালীর আত্মীয়।
রাজশাহী পুলিশ ও বিজিবি জানায়, ছয় ভারতীয় নাগরিককে কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে চাঁপাইনবাবগঞ্জে তাঁদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দুজন কোলের শিশু হওয়ায় তাদের মামলায় আসামি করা হয়নি। সে সময় ঘটনাটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারের পর দেশটিতে আলোচনার জন্ম দেয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবার সেই দেশের আদালতে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ২৬ সেপ্টেম্বর ৬ ভারতীয় নাগরিককে ফেরাতে ৪ সপ্তাহের সময় বেঁধে দেয়। এর ধারাবাহিকতায় দুজনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৩ মিনিট আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
১৬ মিনিট আগে
জব্দকৃত ভিডিওতে এই উল্লাসর পরও কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি তার আইনি ব্যাখ্যা দিয়েছেন আদালত। আদালতের ভাষ্য—সুজন পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্মকর্তা জোর করে হাতে অস্ত্র তুলে না দিলে তিনি খুনি হতেন না।
৩৩ মিনিট আগে
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে