leadT1ad

পবিপ্রবিতে জামায়াতপন্থীদের নিয়ে উপাচার্যের বিজয়ের অনুষ্ঠান বয়কট করলেন বিএনপিপন্থীরা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পটুয়াখালী

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৮
পবিপ্রবিতে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে স্লোগান দেন বিএনপিপন্থীরা। স্ট্রিম ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য-ট্রেজারারের বিরুদ্ধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত-শিবিরপন্থীদের নিয়ে বিজয় দিবস উদ্‌যাপনের অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের নেতৃত্বে অনুষ্ঠান বর্জনসহ বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা। পরে আলাদাভাবে বিজয় দিবস উদ্‌যাপন করেন বিএনপিপন্থীরা।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফসহ জামাত-শিবিরপন্থী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের শুরু করেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করে পুষ্পস্তবক অর্পণের জন্য শহিদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন। পথে ক্যাম্পাসের হেলথ কেয়ার সংলগ্ন স্থানে তাঁদের লক্ষ্য করে নানা স্লোগান দেন বিএনপিপন্থী শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় ‘রাজাকারের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘রাজাকারের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দেন তাঁরা।

পরে সকাল সাড়ে ১০টায় উপ-উপচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর পবিপ্রবির সভাপতি অধ্যাপক ড. মামুন অর রশিদের নেতৃত্বে একটি বিজয় শোভাযাত্রা বের হয়। সেখানেও রাজাকারবিরোধী নানা স্লোগান দেন তাঁরা।

পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্ট্রিমকে বলেন, ‘বিজয়ের মতো মহান দিবসকে উপাচার্য একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে উদ্‌যাপন করবেন, এটা সহ্য করা যায় না। এছাড়া অনেকদিন পর্যন্তই তাঁকে সতর্ক করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘এটা জাতীয় প্রোগ্রাম। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত