leadT1ad

আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৪: ১১
আসিফ নজরুল। স্ট্রিম গ্রাফিক

অযৌক্তিক চাপ তৈরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

বাংলাদেশ ভারতে না গেলে স্কটল্যান্ড বিশ্বকাপে অংশ নেবে—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক খবর প্রসঙ্গে উপদেষ্টা তাঁর অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। কথা হচ্ছে, যদি ভারতীয় বোর্ডের কাছে নতি স্বীকার করে আইসিসি আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।’

তিনি আরও বলেন, ‘এর আগে এমন উদাহরণ আছে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলার পর আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরাও যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

এএফপির খবরে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে জানিয়েছে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে হবে। অন্যথায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। এই অচলাবস্থা নিয়ে এ সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সাথে বৈঠক করে বিসিবি। তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’

আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ভারতীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত