‘আমি কোনো আগন্তুক নই’ বইয়ের প্রকাশনা
স্ট্রিম প্রতিবেদক

‘তারেক রহমানের আগমন উপলক্ষে পরিবেশ উৎসবমুখর হবে, কিন্তু এই উৎসব বেশিক্ষণ থাকে না। সাধারণ মানুষের প্রতীক্ষা ও আকাঙ্ক্ষা অনেক। বিএনপি যদি এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে, তবে কোনো নেতাতেই কাজ হবে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা ‘আমি কোনো আগন্তুক নই’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি রাজনীতির গুণগত মান ও আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলেন।
আমির খসরু বলেন, ‘রেইনবো নেশন বা রংধনু জাতির কথা যখন বলব, তখন দেশের প্রতিটি জাতি, সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। আমাদের সব জায়গায় মানবিক হতে হবে।’ তিনি দলের পক্ষ থেকে এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথা জানিয়ে বলেন, সরকার একা এটা করতে পারবে না; প্রাইভেট সেক্টর ও এনজিওর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। এছাড়া নারীদের সম্মান ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় বিএনপির বিরুদ্ধে ‘ন্যারেটিভ’ বা বয়ান তৈরির লড়াইয়ের বিষয়টি। বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘আওয়ামী লীগ এত ছাত্র-জনতাকে হত্যার পরও নিজেদের পক্ষে ন্যারেটিভ বিল্ডআপ করছে। অথচ বিএনপির জনসমাবেশে লাখো মানুষ হলেও বই লেখা বা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে লোক খুব কম। তারেক রহমানকে ভিলেন হিসেবে প্রমাণের চেষ্টা হয়েছে দীর্ঘদিন। এই ন্যারেটিভের যুদ্ধে বিএনপিকে জিততে হবে।’
বইটির অন্যতম সম্পাদক এহসান মাহমুদ সমালোচকদের জবাব দিয়ে বলেন, ‘দায়িত্ব নিয়ে বলছি, এই বইয়ে কোনো তেল দেওয়া হয়নি। এখানে ১৮ জন লেখক বিএনপির কাছে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা লিখেছেন, যেন দলটি ফ্যাসিবাদী না হয়ে ওঠে। বইটি না পড়েই যারা তোষামোদের অভিযোগ করছেন, তাঁরা মিথ্যাচার করছেন।’
অনুষ্ঠানের সভাপতি ও ‘আদর্শ’-এর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে যদি কোনো লিবারেল বা উদারপন্থী দল থাকে, তবে সেটি বিএনপি। বিগত ফ্যাসিবাদবিরোধী অনেক লেখকই এই সংকলনে লিখেছেন।’
এছাড়া কবি জব্বার আল নাঈম ৫ আগস্টের পর তারেক রহমানকে নিয়ে আঁকা কার্টুন ও তাঁর সহনশীল আচরণের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাবি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লেখক সালাহ উদ্দিন শুভ্র, কবি রাসেল রায়হান, মানবিকতার কর্মী দীপায়ন খীসা, ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন এবং প্রকাশক সাঈদ বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্ত রায়হান। বইটি সম্পাদনা করেছেন মারুফ মল্লিক ও এহসান মাহমুদ।

‘তারেক রহমানের আগমন উপলক্ষে পরিবেশ উৎসবমুখর হবে, কিন্তু এই উৎসব বেশিক্ষণ থাকে না। সাধারণ মানুষের প্রতীক্ষা ও আকাঙ্ক্ষা অনেক। বিএনপি যদি এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে, তবে কোনো নেতাতেই কাজ হবে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা ‘আমি কোনো আগন্তুক নই’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি রাজনীতির গুণগত মান ও আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলেন।
আমির খসরু বলেন, ‘রেইনবো নেশন বা রংধনু জাতির কথা যখন বলব, তখন দেশের প্রতিটি জাতি, সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। আমাদের সব জায়গায় মানবিক হতে হবে।’ তিনি দলের পক্ষ থেকে এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথা জানিয়ে বলেন, সরকার একা এটা করতে পারবে না; প্রাইভেট সেক্টর ও এনজিওর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। এছাড়া নারীদের সম্মান ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় বিএনপির বিরুদ্ধে ‘ন্যারেটিভ’ বা বয়ান তৈরির লড়াইয়ের বিষয়টি। বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘আওয়ামী লীগ এত ছাত্র-জনতাকে হত্যার পরও নিজেদের পক্ষে ন্যারেটিভ বিল্ডআপ করছে। অথচ বিএনপির জনসমাবেশে লাখো মানুষ হলেও বই লেখা বা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে লোক খুব কম। তারেক রহমানকে ভিলেন হিসেবে প্রমাণের চেষ্টা হয়েছে দীর্ঘদিন। এই ন্যারেটিভের যুদ্ধে বিএনপিকে জিততে হবে।’
বইটির অন্যতম সম্পাদক এহসান মাহমুদ সমালোচকদের জবাব দিয়ে বলেন, ‘দায়িত্ব নিয়ে বলছি, এই বইয়ে কোনো তেল দেওয়া হয়নি। এখানে ১৮ জন লেখক বিএনপির কাছে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা লিখেছেন, যেন দলটি ফ্যাসিবাদী না হয়ে ওঠে। বইটি না পড়েই যারা তোষামোদের অভিযোগ করছেন, তাঁরা মিথ্যাচার করছেন।’
অনুষ্ঠানের সভাপতি ও ‘আদর্শ’-এর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে যদি কোনো লিবারেল বা উদারপন্থী দল থাকে, তবে সেটি বিএনপি। বিগত ফ্যাসিবাদবিরোধী অনেক লেখকই এই সংকলনে লিখেছেন।’
এছাড়া কবি জব্বার আল নাঈম ৫ আগস্টের পর তারেক রহমানকে নিয়ে আঁকা কার্টুন ও তাঁর সহনশীল আচরণের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাবি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লেখক সালাহ উদ্দিন শুভ্র, কবি রাসেল রায়হান, মানবিকতার কর্মী দীপায়ন খীসা, ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন এবং প্রকাশক সাঈদ বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্ত রায়হান। বইটি সম্পাদনা করেছেন মারুফ মল্লিক ও এহসান মাহমুদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
২১ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক আবেগঘন পরিবেশে তাঁকে বরণ করে নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
১৭ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গুলশানে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন।
৪ ঘণ্টা আগে