leadT1ad

সাইবার নিরাপত্তায় এসওসি স্থাপন করল এনবিআর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২২: ৪৮
ছবি: সংগৃহীত

সংবেদনশীল তথ্যের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি কমাতে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৪ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।

এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটার (এসিকিউডা) অবকাঠামো ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

একটি বিশেষায়িত দল উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে এসওসি পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার পরিসরে সার্বক্ষণিক নজরদারি চালানো সম্ভব হবে। সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এনবিআর জানায়, বর্তমানে ব্যাংক ও আইটি কোম্পানিগুলো ডেটা সুরক্ষায় এসওসির ওপর নির্ভর করে। রাজস্ব বোর্ডের এই সংযোজন সাইবার হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত