leadT1ad

ইসিতে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন, যোগাযোগ করবেন যেভাবে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৪: ১৫
বাংলাদেশ নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে এই সেল কাজ করবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, দেশের যে কোনো নাগরিক নির্বাচন সংক্রান্ত অনিয়ম বা অভিযোগ সরাসরি এই সমন্বয় সেলে জানাতে পারবেন। যোগাযোগের জন্য পাঁচটি বিশেষ টেলিফোন নম্বর বরাদ্দ করা হয়েছে। নম্বরগুলো হলো: ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

তথ্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত টেলিফোন নম্বরগুলোতে কল করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, যে কোনো ধরনের অনিয়ম কিংবা অপপ্রচার-সংক্রান্ত তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রদান করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই সমন্বয় সেলটি আজ থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত