leadT1ad

বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২টি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিপরীতে ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত হওয়া, তথ্যে গরমিল ও অসম্পূর্ণতাসহ নানা কারণে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, ৩০০ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা রায় দিয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং বাতিলের সংখ্যাও এই অঞ্চলে সর্বোচ্চ। অন্যদিকে বরিশাল অঞ্চলে বাতিলের সংখ্যা তুলনামূলক কম।

কোন অঞ্চলে কত বৈধ ও বাতিল

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১০টি অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা ৩০৯। এই অঞ্চলে বাতিল হয়েছে ১৩৩টি মনোনয়নপত্র।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রংপুর অঞ্চলের ৩৩টি সংসদীয় আসনে ২১৯টি মনোনয়নপত্র বৈধ ও ৫৯টি বাতিল হয়েছে। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ১৮৫টি বৈধ ও ৭৪টি বাতিল এবং খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ১৯৬টি বৈধ ও ৭৯টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাতিল হয়েছে ৩১ জনের। এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ১৯৯টি বৈধ ও ১১২টি বাতিল, ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ৯৬টি বৈধ ও ৪৬টি বাতিল, সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১১০টি বৈধ ও ৩৬টি বাতিল, কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ২৫৯টি বৈধ ও ৯৭টি বাতিল এবং চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৩৮টি মনোনয়নপত্র বৈধ ও ৫৬টি বাতিল হয়েছে।

আপিল আগামীকাল থেকে

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন সংক্ষুব্ধ ব্যক্তিরা। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে এই আপিল কার্যক্রম শুরু হবে, যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, দায়ের করা আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Ad 300x250

সম্পর্কিত