leadT1ad

প্রকৃতি ও মানুষের জন্য কাজ করা প্রতিষ্ঠানই দেশের বেশি প্রয়োজন: রিজওয়ানা হাসান

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২২: ২৭
‘প্রকৃতি ও জীবন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

প্রকৃতি ও মানুষের কল্যাণে কাজ করা সাহসী ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোই এখন দেশের সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সরকার একা সমাজের সব প্রান্তে পৌঁছাতে পারে না। এ ধরনের প্রতিষ্ঠানগুলোই সরকারের সবচেয়ে শক্তিশালী সহযোগী।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে ‘প্রকৃতি ও জীবন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রান্তিক মানুষের জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রান্তিক মানুষের জন্য ভাসমান হাসপাতালসহ উদ্ভাবনী উদ্যোগগুলো কেবল সেবা নয়, মানুষের মধ্যে দায়িত্ববোধও তৈরি করে। হাওর এলাকায় মাস্টারপ্ল্যান বাস্তবায়নে এই ভাসমান হাসপাতাল একটি কার্যকর মডেল হতে পারে।

পুরস্কার হিসেবে রুনা খানকে এক লাখ টাকার চেক ও আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবার সনদ প্রদান করা হয়। ২০০২ সালে একটি পরিত্যক্ত জাহাজকে হাসপাতালে রূপান্তরের মাধ্যমে যাত্রা শুরু করা ফ্রেন্ডশিপের কার্যক্রম থেকে বর্তমানে প্রতি বছর প্রায় ৭৫ লাখ মানুষ সুফল পাচ্ছেন। উপকূলীয় অঞ্চলে সংস্থাটির ম্যানগ্রোভ বনায়ন প্রকল্প নদীভাঙন রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখছে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত