leadT1ad

নির্বাচনী গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২১: ৩৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সচিবালয় থেকে ভার্চুয়ালি জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এই সভায় তথ্য সচিব বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অপতথ্য ও গুজবের চ্যালেঞ্জ বাড়ছে। তাই যেকোনো গুজব নজরে আসবামাত্র জেলা ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিচালিত নির্বাচন সেলের সাথে সমন্বয় করে কাজ করার কঠোর নির্দেশনা দেন তিনি।

মাহবুবা ফারজানা আরও জানান, মাঠপর্যায়ে প্রচার কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন শ্রেষ্ঠ কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে। শহরাঞ্চলে গণভোট নিয়ে সচেতনতা থাকলেও তৃণমূল পর্যায়ে এটি আরও বিস্তৃত করা প্রয়োজন। এ লক্ষ্যে উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ‘ভোটালাপ’ এবং ‘টেন মিনিটস ব্রিফ’—এই তিনটি কার্যক্রমের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি নির্বাচন পর্যন্ত এই প্রচার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে সভায় জানানো হয়, চলচ্চিত্র প্রদর্শনী, সড়ক প্রচার, ভোটের রিকশা ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে নিয়মিত উদ্বুদ্ধ করা হচ্ছে। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন ও যুগ্ম সচিবসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত