leadT1ad

ফ্যাসিবাদকে আটকাতে গণভোটে হ্যাঁ-র বিকল্প নেই: আদিলুর রহমান খান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮: ০৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আদিলুর রহমান খান। ছবি: বাসস

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে প্রশাসনসহ সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আর সে কারণেই আসন্ন গণভোটে সরকার জনগণের কাছ থেকে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে।

গণভোটের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে আদিলুর রহমান খান বলেন, যারা পরাজিত শক্তি, ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ—একমাত্র তারাই গণভোটের বিপক্ষে অবস্থান নিতে পারে বা ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না, তাই গণভোটে ‘হ্যাঁ’র কোনো বিকল্প নেই।

পরে উপদেষ্টা রংপুরের পীরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোটের প্রচার উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত