leadT1ad

‘না’ ভোট চার কোটি তরুণের বিরুদ্ধে যাবে: সাদিক কায়েম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ডাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে যারা ‘না’ এর পক্ষে অবস্থান নেবে, দেশের ৪ কোটি তরুণ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

সোমবার (২৬ জানুয়ায়ি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘কিছু রাজনৈতিক দল ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দেয় কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটিবারের জন্য ‘হ্যাঁ’ উচ্চারণ করতে পারে না। এটা একটা লজ্জার বিষয়।’

সাদিক কায়েম আরও বলেন, ১২ ফেব্রুয়ারি এদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে গণরায় দেবে। এখনো সময় আছে সাবধান হন এবং ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিন। যদি ‘না’ এর পক্ষে অবস্থান নেন, তবে দেশের চার কোটি তরুণ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

এ সময় শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ভিপি সাদিক বলেন, যারা শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ করছেন, তারা তা বন্ধ করুন। অন্যথায় আমরা সব তথ্য জনসম্মুখে প্রকাশ করে দেব। মেধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য; কোনো দলীয় বা আত্মীয়তার বিবেচনায় নিয়োগ চলবে না।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কার্যক্রম প্রসঙ্গে সাদিক কায়েম জানান, গবেষণায় বাজেট বাড়াতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া লাইব্রেরি সংস্কারসহ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে ডাকসু কাজ করছে। সংবাদ সম্মেলনে গত চার মাসের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সাদিক কায়েম।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত