leadT1ad

মানবতাবরোধী অপরাধ

শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনে আগামী বছরের ১২ জানুয়ারি তাঁকে সশরীরে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আদালতে প্রসিকিউটর তারেক আবদুল্লাহ মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন ও শাহরিয়ার কবিরকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে (শোন অ্যারেস্ট) আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। শাহরিয়ার কবির বর্তমানে অন্য একটি মামলায় কারাবন্দি।

গত ১২ নভেম্বর শাপলা চত্বরের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাকে দুই মাস সময় বেঁধে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওইদিন ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ আগামী ১২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সেই ধার্য তারিখেই এখন শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় মোট ২১ আসামির নাম রয়েছে। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম কারাগারে আছেন।

Ad 300x250

সম্পর্কিত