leadT1ad

মাহফুজকে বোতল ছুড়ে মারা হোসাইন জকসু প্রার্থী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। সংগৃহীত ছবি

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করে দেশজুড়ে আলোচনায় আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. হোসাইন এবার বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘কার্যনির্বাহী সদস্য’ পদে ৫১ নম্বর ব্যালট নিয়ে লড়ছেন তিনি।

মো. হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে যমুনার সামনে এক আন্দোলনে সাবেক তথ্য উপদেষ্টার উদ্দেশ্যে বোতল ছুড়ে মেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন। ওই ঘটনার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশের মাঝে তিনি পরিচিতি পান।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মো. হোসাইন বলেন, ‘আমি কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং শিক্ষার্থীদের দাবি আদায়ে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। জকসু নির্বাচনে জয়ী হয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চাই।’

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, মো. হোসাইন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তার প্রচারণার লিফলেটেও বোতলের প্রতীকী আকৃতি ব্যবহার করা হয়েছে। একদল শিক্ষার্থী তাকে ‘সাহসী’ হিসেবে সমর্থন দিলেও, অন্য পক্ষ মনে করছে, ছাত্র সংসদের প্রতিনিধি হওয়ার জন্য কেবল একটি ঘটনাই যথেষ্ট নয়, বরং নেতৃত্বের গুণাবলি ও মেধা বেশি জরুরি।

উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যে পুরোদমে প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত