leadT1ad

রাকসুর ১৭টি হল সংসদের পক্ষ থেকে ‘হল উন্নয়ন ফি‘ বাতিলের দাবিতে স্মারকলিপি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ৫০
রোববার (৯ নভেম্বর) সকালে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন হল সংসদগুলোর সহ-সভাপতিরা (ভিপি)। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হল উন্নয়ন ফি বাবদ ৫০ টাকা করে নেওয়া হয়। এই ফি-কে অযৌক্তিক উল্লেখ করে বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাকসুর সবগুলো হল সংসদ।

রোববার (৯ নভেম্বর) সকালে উপাচার্যের কাছে এই স্মারকলিপি দেন হল সংসদগুলোর সহ-সভাপতিরা (ভিপি)।

স্মারকলিপিতে বলা হয়েছে, পূর্ববর্তী প্রশাসনের সময় ‘স্বাক্ষর ফি’ বাবদ ৫০ টাকা দেওয়ার একটি নিয়ম চালু করা হয়েছিল। পরবর্তীতে সেই ‘ফি’- কে ‘হল উন্নয়ন ফি’ নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এই ‘ফি’ বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রতীয়মান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপর এমন অযৌক্তিক আর্থিক চাপ আরোপ কোনোভাবেই যৌক্তিক বা কাম্য নয়।

এর আগেও বিভিন্ন সময়ে এই হল উন্নয়ন ফি বাতিলের দাবি জানিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন। তবে সেটি এখনও বহাল রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত