leadT1ad

হজ নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০: ০৯
পবিত্র কাবা শরিফ। ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। বিশেষ বিবেচনায় এই সময় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাঁদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সর্বশেষ সময়সীমা ছিল ১২ অক্টোবর।

বিশ্বে প্রতিবছর প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালন করেন। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজ পালন করেছিলেন।

বিষয়:

ধর্মহজ
Ad 300x250

সম্পর্কিত