leadT1ad

বইমেলার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২১: ১৬
স্ট্রিম গ্রাফিক

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, বাংলা একাডেমি এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এই উদ্যোগের মাধ্যমে এবারের বইমেলা বরাবরের মতোই লেখক, পাঠক ও প্রকাশকদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত