leadT1ad

রপ্তানি খাতকে প্রতিযোগিতামূলক করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২২: ৫০
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগৃহীত ছবি

বিশ্ববাজারে জায়গা করে নিতে বিভিন্ন ধরনের পণ্য তৈরির ওপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, রপ্তানি খাতকে কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল না রেখে আরও বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, লক্ষ্য অর্জনে কার্যকর নীতি সহায়তা ও দক্ষ উদ্যোক্তা প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় অর্জনে ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্পের মাধ্যমে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ শুরু হয়েছে।

শেখ বশিরউদ্দীন জানান, দীর্ঘ সময় ধরে ব্যয়ভিত্তিক পরিকল্পনার ওপর নির্ভর করা হলেও বর্তমানে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশের অবস্থান নির্ধারণে সরকার সচেষ্ট রয়েছে।

সেমিনারে জানানো হয়, সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে চামড়া, পাদুকা, হালকা প্রকৌশল ও প্লাস্টিক খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি কেন্দ্র স্থাপন ও আন্তর্জাতিক বাজার সংযোগ বাড়াতে কাজ চলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম খান । মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট ক্যাসেল পার্টনার্সের সিইও বিজন ইসলাম। প্যানেল আলোচনায় ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত