leadT1ad

চাঁপাইনবাবগঞ্জে কারামুক্তির দেড় ঘণ্টা পর হেফাজতে ৬ ভারতীয়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ৬ ভারতীয় নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে মুক্তির দেড় ঘণ্টা পর ৬ ভারতীয় নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা এলাকা থেকে তাঁদের হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

এর আগে সোমবার বিকেলে তাঁদের জামিন দেন আদালত। দাপ্তরিক প্রক্রিয়া শেষে রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তাঁরা।

ওই ছয়জনের জিম্মাদার নয়াগোলার বাসিন্দা ফারুক হোসেন জানান, কারাগার থেকে মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় নাগরিকরা। এরপর তাঁর বাড়িতে যান। সেখানে রাতের খাবার শেষেই পুলিশের একটি দল গিয়ে তাঁদের নিয়ে যায়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ‘ছয় ভারতীয় নাগরিককে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা এখনও তাদের আটক করা হয়েছে বলব না। তাদের ব্যাপারে আরও খোঁজ-খবর নিচ্ছি। বিষয়টি নিয়ে আদালতের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। এ ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ৬ ভারতীয়কে আটক করে পুলিশ। তাঁদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশইন’ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাঁদের সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অবশ্য এই ছয়জনের মধ্যে দুজন শিশু হওয়ার আসামি করা হয়নি।

মামলার আসামিরা হলেন– ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দানিশ শেখ, তাঁর স্ত্রী সোনালি বিবি, সুইটি বিবি ও কুরবান দেওয়ান। তাঁদের মধ্যে সোনালী বিবি জিম্মাদার ফারুক হোসেনের স্বজন।

আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু জানান, সোনালী খাতুনের সন্তান প্রসবের সময় কাছাকাছি। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকি তিনজনকেও জামিন দেন জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখও দেন। ওইদিন আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত