leadT1ad

সেই আফিয়া পেল নতুন ঘর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
যশোর

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২৩: ৫১
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

গায়ের রঙের কারণে জন্মের পর শিশু আফিয়াকে মেনে নেননি তাঁর বাবা। গণমাধ্যমে সেই অসহায়ত্বের খবর দেখে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রতিশ্রুতি পূরণ করে সোমবার (১৯ জানুয়ারি) যশোরে আফিয়া ও তার মা মনিরা খাতুনের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে।

সদর উপজেলার রামনগর ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। অ্যালবেনিজম রোগে আক্রান্ত আফিয়া ও তার মায়ের হাতে ঘর তুলে দিয়ে তিনি বলেন, আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে, শুধু স্লোগান বা দোষারোপে সীমাবদ্ধ থাকবে না।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা হবে। পানির কষ্ট দূর করতে খাল কাটা কর্মসূচি ফের চালু করা হবে। এছাড়া গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন তিনি।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার আওতায় আনার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, সংস্কারের পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় বিএনপি।

২০২২ সালে জন্মের পর আফিয়ার গায়ের রং দেখে বাবা মোজাফফর হোসেন তাকে অস্বীকার করেন এবং পরে স্ত্রী মনিরাকে তালাক দিয়ে বিদেশ চলে যান। অসহায় মা-মেয়ের এই কষ্টের দিন শেষে নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মনিরা খাতুন। তিনি তারেক রহমান ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত