স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুর ৩টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের এ শোকসভায় যোগ দিয়েছেন প্রায় ৫ হাজার অতিথি। তাঁদের মধ্যে রয়েছেন বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার বিশিষ্টজন। শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
এর আগে বৃহস্পতিবার শোকসভার বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। সেখানে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুলসংখ্যক মানুষ তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। জাতীয় পর্যায়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই নাগরিক সমাজ এ আয়োজন করেছে। এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। অনুষ্ঠানের পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় অনুরোধও জানান তিনি।
অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য রক্ষায় নিয়মাবলী সম্পর্কে আয়োজকরা জানান, অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না। হাততালি দেয়া যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ।
অনুষ্ঠানে যোগ দেওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম স্ট্রিমকে বলেন, দেশের প্রশ্নে খালেদা জিয়ার আপোসহীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে অপরাজেয় সংগ্রাম ও নাগরিকদের স্বার্থ রক্ষায় দৃঢ়তা সব বাংলাদেশিদের জন্য পাথেয় হয়ে থাকবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুর ৩টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের এ শোকসভায় যোগ দিয়েছেন প্রায় ৫ হাজার অতিথি। তাঁদের মধ্যে রয়েছেন বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার বিশিষ্টজন। শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
এর আগে বৃহস্পতিবার শোকসভার বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। সেখানে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুলসংখ্যক মানুষ তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। জাতীয় পর্যায়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই নাগরিক সমাজ এ আয়োজন করেছে। এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। অনুষ্ঠানের পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় অনুরোধও জানান তিনি।
অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য রক্ষায় নিয়মাবলী সম্পর্কে আয়োজকরা জানান, অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না। হাততালি দেয়া যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ।
অনুষ্ঠানে যোগ দেওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম স্ট্রিমকে বলেন, দেশের প্রশ্নে খালেদা জিয়ার আপোসহীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে অপরাজেয় সংগ্রাম ও নাগরিকদের স্বার্থ রক্ষায় দৃঢ়তা সব বাংলাদেশিদের জন্য পাথেয় হয়ে থাকবে।

নাগরিক আস্থা ছাড়া কোনো ডিজিটাল সেবা বা উদ্যোগ টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যেব। তিনি বলেন, দায়িত্বশীল উদ্যোক্তারাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ।
১৩ মিনিট আগে
‘জুলাই অভুত্থান’ পরবর্তী বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনের আগে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এটি মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুকপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় পুলিশের অভিযোগপত্র (চার্জশিট) প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
১ ঘণ্টা আগে
নিহত দুজন হলেন–রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এছাড়া বিনয় চাকমা নামে একজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে