ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সতর্কবার্তা
স্ট্রিম ডেস্ক

অনাবাসী বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে। বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা ‘অত্যাবশ্যকীয় নির্দেশনার’ ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করা নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করিয়ে সরাসরি তাঁদের বর্তমান আবাসস্থল থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে। এটি সৌদি সরকারের নীতির পরিপন্থী এবং এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এসব সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল তথ্য (যেমন ফ্লাইট বিবরণী) সৌদি আরবের ‘নুসুক মাসার’ সিস্টেমে দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসনদ দেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যায় না এবং বিমানে আসন খালি থাকাসহ সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

অনাবাসী বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে। বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা ‘অত্যাবশ্যকীয় নির্দেশনার’ ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করা নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করিয়ে সরাসরি তাঁদের বর্তমান আবাসস্থল থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে। এটি সৌদি সরকারের নীতির পরিপন্থী এবং এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এসব সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল তথ্য (যেমন ফ্লাইট বিবরণী) সৌদি আরবের ‘নুসুক মাসার’ সিস্টেমে দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসনদ দেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যায় না এবং বিমানে আসন খালি থাকাসহ সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
১০ মিনিট আগে
পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত চার লাখ পাঁচ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
১৯ মিনিট আগে
খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি সামরিক অর্থনৈতিক অঞ্চল (মিলিটারি ইকোনমিক জোন) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে নির্ধারিত ভারতীয় সরকার-টু-সরকার (জি-টু-জি) অর্থনৈতিক অঞ্চলের পরিবর্তে এই নতুন অঞ্চল স্থাপন করা হবে।
২৯ মিনিট আগে