leadT1ad

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ফাহমিদা খাতুন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৪: ০৮
ড. ফাহমিদা খাতুন। ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বহুমাত্রিক ঝূঁকিপূর্ণ সূচক (এমভিআই) সংক্রান্ত স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ফাহমিদা খাতুন। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক।

আজ বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ১৫ সদস্যদের এই বৈশ্বিক প্যানেল বিশেজ্ঞরা থাকবেন। তাঁরা ব্যক্তিগত সক্ষমতায় কাজ করবেন এবং ভবিষ্যতে এমভিআই-এর উন্নয়ন ও প্রয়োগের দিকনির্দেশনায় প্রধান ভূমিকা পালন করবেন। এমভিআইয়ের বৈশ্বিক নীতি প্রক্রিয়াকে সুদৃঢ়, প্রাসঙ্গিক এবং কার্যকর রাখতে এই প্যানেল এমভিআই সচিবালয় এবং জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সঙ্গে মিলে কাজ করবে।

উল্লেখ্য, ফাহমিদা খাতুন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্যও। এছাড়া তিনি ব্র্যাকের বোর্ড মেম্বার এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।

Ad 300x250

সম্পর্কিত