leadT1ad

ডানপন্থার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন নীলিমা দোলা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৯: ২৩
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘পূর্ণ ডানপন্থী’ ধারায় ঢুকে পড়েছে বলে অভিযোগ তুলে দল ছেড়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি গোপন আঁতাত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক খোলা চিঠিতে নীলিমা দোলা জানান, তিনি এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্রের অনুলিপি দলের আহ্বায়ক, সদস্যসচিব ও মূল দপ্তরে পাঠিয়েছেন।

নীলিমা অভিযোগ করেন, এনসিপি মধ্যপন্থী রাজনীতির পথ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণ ডানপন্থী ধারায় প্রবেশ করেছে এবং সেই রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত জোট নয়। দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে।

যাঁরা দল ত্যাগ করছেন তাঁদের ‘বামপন্থী’ হিসেবে ট্যাগ দেওয়ার বিষয়টিকে তিনি দলের নেতৃত্বের একটি ‘গেইম প্ল্যান’ হিসেবেও অভিহিত করেন।

ফেসবুক পোস্টে নীলিমা লেখেন, এনসিপিতে যোগদানের আগে ও পরে তিনি নিজের প্রগতিশীল মানসিকতা বজায় রেখেছেন এবং তাঁর ব্যক্তিগত ক্যারিয়ার ও পরিচিতিই এতদিন এনসিপিকে শক্তি যুগিয়েছে। দল তাঁকে কোনো ক্ষমতা দেয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে এনসিপির বর্তমান অবস্থানকে তিনি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হিসেবে দেখছেন। নীলিমা দোলা লেখেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব বা অভ্যুত্থান হয়নি। তবে আপনারা এই অভ্যুত্থানকে ধর্মীয় মোড়কে ভরে আওয়ামী বয়ানকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছেন।

পোস্টের শেষে তিনি এনসিপি নেতৃত্বকে ‘লাল সালাম’ জানিয়ে লেখেন, জুলাইয়ের জনতার কাছে এনসিপির দায় রয়েছে এবং আসন্ন সময়ে জনতা এর সমুচিত জবাব দেবে।

এর আগে ২৮ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের ঘোষণা দেয় এনসিপি। তবে ঘোষণা আসার আগ থেকেই এই জোটের প্রতিবাদে এনসিপি ছাড়া শুরু করেন কেন্দ্রীয় নেতারা। এরমধ্যে এনসিপি থেকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ অন্তত ১০ নেতা পদত্যাগ করেছেন।

Ad 300x250

সম্পর্কিত