leadT1ad

গোলামির দিন শেষ, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১: ৩২
এআই জেনারেটেড ছবি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব লেখেন।

আসিফ নজরুল তাঁর পোস্টে জানান, মোস্তাফিজের প্রতি এমন আচরণের প্রতিবাদে তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে চিঠি লেখে।’

চিঠিতে বিসিবিকে স্পষ্ট বার্তা দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘যেখানে বাংলাদেশের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার ভারতে খেলতে গিয়ে হেনস্তার শিকার হন বা খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ জাতীয় দলের জন্য ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ হতে পারে না। আমি বোর্ডকে বলেছি তারা যেন আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য।’

আসিফ নজরুলের ফেসবুক পোস্ট
আসিফ নজরুলের ফেসবুক পোস্ট

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, দেশের অভ্যন্তরেও আইপিএল বয়কটের ডাক দিয়েছেন তিনি। আসিফ নজরুল জানান, তিনি ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন যেন বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুক পোস্টের শেষে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ নজরুল লিখেছেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামীর দিন শেষ!’

Ad 300x250

সম্পর্কিত