leadT1ad

জিআইজেএনের ডিসেম্বরের অনুসন্ধানী খবরে স্ট্রিমের প্রতিবেদন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

খবরের এ তালিকায় স্থান পেয়েছে ঢাকা স্ট্রিমের একটি প্রতিবেদন। নিউজের স্ক্রিনশট

গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে বা বাংলাদেশ নিয়ে যেসব ‘অনুসন্ধানী’ বা ‘গভীরতাধর্মী’ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য চারটি প্রতিবেদন তুলে ধরেছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন)। আলোচিত খবরের এ তালিকায় স্থান পেয়েছে প্রথম আলো, ঢাকা স্ট্রিম, ডয়েচেভেলে ও ঢাকা পোস্টে প্রকাশিত চারটি প্রতিবেদন।

গত ১২ জানুয়ারি প্রকাশিত এক বুলেটিনে ডিসেম্বর মাসের আলোচিত খবরের পাশাপাশি ২০২৫ সালের সেরা আটটি অনুসন্ধানী সংবাদ, নির্বাচন অনুসন্ধান গাইড, ২০২৫ সালের সেরা অনুসন্ধানী টুল প্রভৃতিও তুলে ধরা হয়েছে।

ডিসেম্বর মাসের আলোচিত খবরের তালিকায় দ্বিতীয় প্রতিবেদনটিতে উঠে এসেছে বাংলাদেশে বসে কথিত ‘আমেরিকান’ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক পিএইচডি নেওয়ার কথা। ‘টাকায় মিলছে পিএইচডি’ শীর্ষক দুই পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বটি গত ১৮ ডিসেম্বর ঢাকা স্ট্রিমে প্রকাশ হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘সচিব থেকে শিক্ষক-চিকিৎসক, ভুয়া পিএইচডির ধারক’।

খবরে ঢাকার একটি শপিংমলে অবস্থিত প্রতিষ্ঠান থেকে অন্তত ৩৬ জনের সম্মানসূচক পিএইচডি নেওয়ার এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ তালিকায় আছেন সচিব, শিক্ষক, চিকিৎসক, ধর্মীয় বক্তা।

এছাড়াও প্রথম আলোর ‘শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন’, ডয়েচেভেলের ‘আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর পুজো অর্চনার সংকট’ এবং ঢাকা পোস্টে প্রকাশিত ‘অচল ক্রীড়া বিজ্ঞানের কোটি টাকার যন্ত্রপাতি’ সম্পর্কিত তিনটি প্রতিবেদনও স্থান পেয়েছে আলোচিত খবরের তালিকায়।

বুলেটিনে চলতি মাসের অনুসন্ধান নিয়ে তথ্য চেয়েছে জিআইজেএন। এতে বলা হয়েছে, ‘আপনার কাছে চলতি মাসের যে অনুসন্ধানটি ভালো লেগেছে, তা জানাতে পারেন ফেসবুক বা টুইটারে। আমরা পরবর্তী বুলেটিনে তা তুলে ধরার চেষ্টা করব।’

Ad 300x250

সম্পর্কিত