leadT1ad

তারেক রহমানের সঙ্গে ২ ঘণ্টায় তিন দেশের কূটনীতিকের বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২১: ৪৯
তারেক রহমানের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, নেপাল ও ভুটানের কূটনীতিকরা। শনিবার বিকেল ৪টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এসব বৈঠক হয়।

বিএনপি জানিয়েছে, বিকেল ৪টায় দলের চেয়ারম্যানের কার্যালয়ে আসেন ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তারেক রহমানের তাঁর সঙ্গে বৈঠকের পরপরই বিকেল ৪টা ৫৫ মিনিটে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। এরপর সন্ধ্যা ৬টার দিকে সাক্ষাৎ করতে যান ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এসব বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ূন কবির, ড. মাহদী আমিন ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ূন কবির বলেন, বৈঠকে বাংলাদেশের সঙ্গে দেশ তিনটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। কূটনীতিকেরা তাঁদের মতামত জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে কীভাবে কাজ করতে চায় সে বিষয়েও আলাপ হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক। ছবি: সংগৃহীত

তারেক রহমানকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ রয়েছে উল্লেখ করে হুমায়ূন কবির বলেন, তারেক রহমানকে ঘিরে আন্তর্জাতিক মহলে একটা আগ্রহ আছে। বিশেষ করে ২৫ ডিসেম্বর তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর এটি বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা তাঁর সঙ্গে বৈঠক করছেন। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই এই আলোচনাগুলো হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে এসব কূটনীতিকের ভাবনার বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা মনে করেন, নির্বাচনের পরিবেশ ভালো। ইতোমধ্যেই ইইউ থেকে যে পর্যবেক্ষক দল এসেছে, তারাও সন্তুষ্টি প্রকাশ করে বলেছে, একটা ভালো পরিবেশ এখানে আছে। একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশ রয়েছে এবং জনগণ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তো সেই হিসাবে আজকেও যারা এসেছেন তারাও তেমনটাই মনে করছেন।’

Ad 300x250

সম্পর্কিত