স্ট্রিম সংবাদদাতা

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৪ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৫ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৫ ঘণ্টা আগে