‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’—২০১৫ সালে লন্ডনের এক অনুষ্ঠানে কথাগুলো বলেছিলেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সেই চিরচেনা স্বদেশের মাটিতেই শেষনিশ্বাস ত্যাগ করলেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির এক আপসহীন অধ্যায়ের সমাপ্তি ঘটল।
আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ সময় ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও হৃদরোগসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সেই উক্তির নেপথ্যে
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল দেশের মাটির প্রতি তাঁর অটল টান। ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন ‘মাইনাস টু’ ফর্মুলা কার্যকর করার চেষ্টা চলছিল, তখন তাঁকে দেশ ছাড়ার জন্য প্রচণ্ড চাপ দেওয়া হয়। তৎকালীন সরকার তাঁকে সপরিবারে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা চূড়ান্ত করেছিল। কিন্তু তৎকালীন এই বিরোধীদলীয় নেত্রী দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ‘বিদেশে আমার কোনো ঠিকানা নেই। মরলে এ দেশের মাটিতেই মরব।’ জেল খেটেছেন, তবুও দেশ ছাড়েননি। আজ তাঁর প্রয়াণের দিনে সেই অনড় অবস্থানই বারবার ফিরে আসছে নেতাকর্মীদের মুখে।
স্বদেশের টানে বারবার ফিরে আসা
দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার তাঁকে চিকিৎসার জন্য বা পারিবারিক কারণে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৫ সালে লন্ডনে গিয়েও তিনি বলেছিলেন, দেশের সংকটে তাঁর দেশে থাকা প্রয়োজন। সর্বশেষ অসুস্থ শরীর নিয়ে চলতি বছরের মে মাসে তিনি যখন বিদেশ থেকে দেশে ফেরেন, তখনো তাঁর কণ্ঠে ছিল একই সুর। তিনি প্রমাণ করেছেন, রাজনৈতিক ক্ষমতার চেয়েও তাঁর কাছে বড় ছিল দেশ ও মানুষের সঙ্গে নাড়ির সম্পর্ক।
রাজনীতিতে আপসহীনতা ও ত্যাগ
১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে খালেদা জিয়ার পদার্পণ ছিল কণ্টকাকীর্ণ। ১৯৮২ সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথের আন্দোলন থেকে শুরু করে ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া—সবখানেই তাঁর মূল শক্তি ছিল জনগণের আস্থা। ১৯৮৬ সালের নির্বাচনে অংশ না নিয়ে তিনি ‘আপসহীন’ নেত্রীর তকমা পেয়েছিলেন। এরপর ১/১১-এর দুঃসময় কিংবা ২০১৮ সালের কারাবাস—কোনো কিছুতেই তাঁকে দেশত্যাগে বাধ্য করা যায়নি।
এক নিঃসঙ্গ সংগ্রাম
জীবনের শেষ কয়েক বছর খালেদা জিয়া কাটিয়েছেন চরম একাকিত্ব আর অসুস্থতার মধ্যে। এক ছেলের মৃত্যু আর অন্য ছেলের নির্বাসন তাঁকে মানসিকভাবে ব্যথিত করলেও রাজনৈতিকভাবে তিনি ছিলেন অবিচল। আজ তাঁর মৃত্যুর পর দলীয় সমর্থকেরা বলছেন, তিনি যা বলতেন, তা কাজে করে দেখিয়েছেন। তিনি বিদেশে আয়েশি জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন স্বদেশের ধূলামাটি আর জীর্ণ কারাগার।
আজ থেকে খালেদা জিয়া আর নেই, কিন্তু তাঁর সেই কালজয়ী উক্তি—‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই’—হয়ে রইল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি রয়ে গেলেন তাঁর সেই ঠিকানায়, যা তিনি সব সময় নিজের বলে দাবি করতেন।