leadT1ad

দীপুর বাড়িতে অধিকারকর্মীরা, আইনগত সহায়তার আশ্বাস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১: ৪৩
দীপুর পরিবারের বাড়িতে অধিকারকর্মীরা। সংগৃহীত ছবি

ভালুকায় হত্যাকাণ্ডের শিকার দীপু চন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ অধিকারকর্মীদের ১৭ সদস্যের একটি দল। তাঁরা এ সময় ন্যায়বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে তাঁ নাগরিক সংগঠন কোয়ালিশন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মৌলিক অধিকার সুরক্ষা কমিটি, সম্প্রীতি যাত্রা, আইন ও সালিশ কেন্দ্র (আসক), মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের (এএলআরডি) প্রতিনিধিরা দীপুর বাড়িতে যান। ।

প্রতিনিধিদলটির সদস্যরা দীপুর পরিবারের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁরা বলেন, দীপু হত্যার পর সরকারের কাছ থেকে এখনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁরা বিচার দাবি করছেন। পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণও দিতে হবে। এটাই যেন দেশে এ ধরনের শেষ ঘটনা হয়।

নাগরিক সংগঠন কোয়ালিশনের সদস্য আলোকচিত্রী শহিদুল আলম বলেন, 'এতগুলো মানুষ রক্ত দেওয়ার পর বৈষম্যহীন বাংলাদেশ পাব, আমরা ভেবেছি। কিন্তু সেখানে এ রকম অপবাদ দিয়ে বিনা প্রমাণে নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা হলো, তাঁর লাশকে পোড়ানো হলো, অসম্মান করা হলো; সেটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।'

লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ বলেন, 'সারা দেশে পরপর যে ঘটনাগুলো ঘটছে, তাতে আমরা স্তব্ধ। দীপুর হত্যাকাণ্ডের ঘটনাটিও আমাদের স্তব্ধ করেছে। আমাদের প্রশ্ন করতে হবে, এই ঘটনা কীভাবে ঘটল?'

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক মাহবুবা আখতার তাঁদের পক্ষ থেকে সব রকম আইনগত সহায়তার আশ্বাস দেন।

এ সময় আরও ছিলেন মৌলিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য জাকির হোসেন, লেখক ও অ্যাকটিভিস্ট বাকী বিল্লাহ, সম্প্রীতি যাত্রার সংগঠক কবি ফেরদৌস আরা রুমি, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) প্রতিনিধি রফিকুল ইসলাম ও সোহেল রানা, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সদস্য আসমা উল হুসনা, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রতিনিধি তাওহিদ আহমেদ রানা প্রমুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত